নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারন করছে। যার প্রভাব থেকে বাদ পরেনি বরিশালও। তবে এই পরিস্থিতিতে দেশ ও জাতীর জন্য কাজ করে যাচ্ছেন ডাক্তার, পুলিশ, সাংবাদিক, ও জনপ্রতিনিধিরা। বিসিসির ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসাইন কালাম মোল্লা পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্তি সন্মুখ যোদ্বা হিসেবে কাজ করে যাচ্ছেন। ওয়ার্ডের সাধারন বাসীন্দারা জানিয়েছেন, কালাম মোল্লা নতুন কাউন্সিলর হলেও তিনি তার কাজের দিক থেকে অনোক বড় এবং অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। এদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জানাযায়, কাউন্সিলর কালাম মোল্লা করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সাধারন জনগনকে সচেতনতা করার লক্ষে নিজেই প্রধম মাইকিং কার্জক্রম শুরু করেছেন। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় করে সাধারন মানুষকে সহোযগিতা করেছেন। রাস্তাঘাট পরিস্কার করার জন্য নিয়মিতে বিলিসিন পাউডার ছিটিয়ে যাচ্ছেন। ছোট গলিতে মিনি ট্রাকে ড্রামের মাধ্যমে পানি সরবরাহ করে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যাবস্থা করেছেন। সরকারি বাভে অসহায় পরিবারকে সাহায্য করেছেন। কাউন্সিলর কালাম মোল্লা তার নিজস্ব অর্থ দিয়েও প্রায় কয়েক হাজার অসহায় পরিবারকে সাহায্য করেছেন। নিজ অর্থায়নে গড়িয়ারপাড় এলাকার বিভিন্ন সড়কে হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবস্থা করেছেন। এমনকি নিজের বাড়ির গাছ বিক্রি করেও অসহায়দের পাশে দাড়িয়েছেন। ওয়ার্ডের সকল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ব্যাক্তিগত বাভে সাহায্য করার উদ্যোগ হাতে নিয়েছেন।