বিনোদন ডেস্ক :: ট্রল ও অনলাইন যৌন হেনস্থা প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন টলি অভিনেত্রী অনিন্দিতা বসু। এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ যা চাইবে সে রকম ছবি দেবেন না তিনি। যখন তিনি মনে করবেন তার শরীরে বিকিনি ভাল মানাবে, তিনি পরবেন। নিজের ইচ্ছা হলে সেটার একটি ছবিও তিনি পোস্ট করবেন।
অনিন্দিতার কথায়, ‘আমি অনেক সময়ে সিনিয়রদের দেখে শিখি। বিশেষ করে স্বস্তিকাদি আমার অনুপ্রেরণা। তিনি যে ভাবে ট্রলের উত্তর দেন, আমি পারি না। মুখের উপর কড়া ভাষায় জবাব দিয়ে দেন স্বস্তিকা দি। চুপ হয়ে যায় সকলে। ওই ক্ষমতাটা অর্জন করতে চাই। আরে আমার শরীর, আমার ব্যাপার!’
অভিনেত্রীর কথা থেকেই স্পষ্ট, যে দিন থেকে অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে পা রাখেন, বডিশেমিংয়ের সম্মুখীন হতে হয়। কিন্তু দুঃখের বিষয়, যারা ট্রল করে, তারা এই প্রবণতার সমস্যাটা কোনও দিন ধরতে পারে না। ভাবে, বেশ একটা ‘কুল’ কাজ করেছে তারা। তাদের চুপ করানোর জন্যই স্বস্তিকা মুখোপাধ্যায়ের পন্থা অবলম্বন করতে চান তিনি। যেখানে গিয়ে ক্ষমা করাটা আর বিকল্পের তালিকাতেই থাকবে না।