নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজিএস) পাবনা জাহাজের সদস্যদের অভিযানে আনুমানিক (৩৫) মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। কোস্টগার্ড গোয়েন্দা সদস্য সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল সন্ধ্যায় সাহেবের হাট সংলগ্ন তেতুলিয়া নদী থেকে ও লাহারহাট ফেরিতে থাকা ট্র্যাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেত্বতে, জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস ও বাংলাদেশ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার, সদস্যদের, উপস্থিতিতে, জব্দ করা জাটকা মাছ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিংও দুস্থ গরিবদের মাঝে বিতরণ করা হয়।