ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিসিইউতে খালেদা জিয়া; দেশজুড়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার আরোগ্য কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি কেন্দ্র থেকে জেলা ও মহানগর পর্যায়ে দোয়ার নির্দেশ দেওয়া হলে সারা দেশে ব্যাপকভাবে নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকার নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি বলেন, “কারাগারে থাকার সময় থেকেই বেগম জিয়ার রোগের শুরু। দীর্ঘদিন চিকিৎসা না পাওয়ায় তিনি এখন গুরুতর অসুস্থ। তিনি গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।”

মির্জা ফখরুল জানান, বেগম জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে। কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছাবে জানিয়ে তিনি বলেন, “চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই তাকে লন্ডনে নেওয়া হবে। ভ্রমণ করার মতো শারীরিক সক্ষমতা আছে কি না, সে বিষয়ে চিকিৎসকরাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”

দলীয় সূত্র জানায়, বেগম জিয়ার শারীরিক অবস্থা জটিল হওয়ায় সিসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শ্বাস–প্রশ্বাস, হৃদযন্ত্র ও লিভারের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতারা দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান। সারাদেশে দোয়া অনুষ্ঠানের ফলে রাজনৈতিকভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।