ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায়। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা পৌঁছানোর কথা থাকলেও বিমানটি পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে যাত্রা অন্তত একদিন পিছিয়ে যায় এবং পুরো পরিকল্পনাই পুনর্বিবেচনায় যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। আশা করছি, শনিবারের মধ্যে পৌঁছাতে পারে। আর মেডিকেল বোর্ড ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই ম্যাডামের চূড়ান্ত যাত্রার সময় ঠিক হবে। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর খালেদা জিয়া লন্ডনে ফ্লাই করবেন।”
রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার চিকিৎসা ও লন্ডন যাত্রা নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকেই তীব্র আলোচনার সৃষ্টি হয়। শুক্রবার সকালেও যাত্রার প্রস্তুতি চলছিল, তবে পরে মহাসচিব পরিকল্পনা পরিবর্তনের ঘোষণা দেন।
এদিকে লন্ডন থেকে ঢাকায় আসছেন জুবাইদা রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জুবাইদার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি দেশে পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন।
মেডিকেল বোর্ডের অনুমোদন ও অ্যাম্বুলেন্স বিমানের প্রস্তুতি সাপেক্ষে যাত্রার নতুন সময় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
