ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাতারের ব্যবস্থাপনায় জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানি থেকে একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছাচ্ছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আনা এ অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর পরই চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হবে।

ঢাকায় কাতার দূতাবাসের কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বলেন, “কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। শনিবার বিকেলেই এটি ঢাকায় নামবে।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় তা ঢাকায় আসতে পারেনি। কাতারের আমির তার প্রতিশ্রুতি রক্ষা করতে জার্মানি নির্মিত আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।

জানা গেছে, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি ‘এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ’-এর সিএল৬০ চ্যালেঞ্জার সিরিজ বিমানে তাকে নেওয়া হবে। বিমানের রুট হবে ঢাকা–তিবলিসি–লন্ডন।

খালেদা জিয়াকে শুক্রবার সকালে লন্ডনে পাঠানোর কথা থাকলেও কাতারি অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে পরিকল্পনা ভেস্তে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এলেও ম্যাডামকে ফ্লাই করানো হবে কিনা তা মেডিকেল বোর্ড এবং তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। সব ঠিক থাকলে ৭ ডিসেম্বর (রোববার) লন্ডনে নেওয়া হবে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত জানুয়ারিতে তিনি লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।