ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিলবোর্ড-পোস্টার-ফেস্টুন সরাতে ৪৮ ঘন্টার কঠোর নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষিত তফসিলে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন আগাম প্রচারণা সামগ্রী অপসারণের কড়া নির্দেশনা জারি করেছে। এ পর্যন্ত যেসব সম্ভাব্য প্রার্থী ব্যানার, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন, তোরণ, প্যান্ডেল বা আলোকসজ্জা স্থাপন করেছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করতে হবে।

এ বিষয়ে গত ১০ ডিসেম্বর নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অফিসিয়াল চিঠি দেন। চিঠিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর কোনো প্রকার প্রচারণা সামগ্রী রাখা যাবে না। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে অপসারণ তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানায়, আগাম প্রচারণা নির্বাচনী সমতার পরিবেশ নষ্ট করে। তাই সময়মতো প্রচারণা সামগ্রী না সরালে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “১৩ ডিসেম্বরের পর কোনো প্রচারণা সামগ্রী পাওয়া গেলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।”

তফসিল ঘোষণার পর দেশজুড়ে নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে এবং সম্ভাব্য প্রার্থীরা বিধি মেনে প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।