1. gazia229@gmail.com : admin :
কাল আসছে ‘লিডার’-এর ফার্স্টলুক - BarishalNews24
শনিবার, ১৯ জুন ২০২১, ১১:৫২ অপরাহ্ন

কাল আসছে ‘লিডার’-এর ফার্স্টলুক

প্রতিবেদক:
  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:
শাকিব-বুবলীর নতুন সিনেমা ‘লিডার আমি বাংলাদেশ’। এবার সিনেমাটির নির্মাতা তপু খান দিলেন সুখবর। শুক্রবার (২১ মে) বিকেলে প্রকাশ হবে সিনেমাটির ফার্স্টলুক।

নির্মাতা বলেন, শুক্রবার বিকেল ৪টায় সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। করোনার কারণে এতদিন আমরা শুটিং করতে পারিনি। না হলে এতোদিনে আমাদের কাজ শেষ হয়ে যেত। আমার পুরো টিম শুটিংয়ের জন্য প্রস্তুত। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।

‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)।

প্রযোজক আশিকুর রহমান জানান, সব প্রস্তুতি থাকার পরেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কথা থাকলেও গত ৭ মে থকে আমরা সিনেমাটির শুটিং করতে পারিনি। এবার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হচ্ছে।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। চলতি বছরের কোনো একটি বিশেষ দিবসে মুক্তি পেতে পারে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© 2021 - All rights Reserved - BarishalNews24
Design and Developed by Sarjan Faraby