1. gazia229@gmail.com : admin :
চরফ্যাশনে ১৫ বছরের ভাগ্নিকে ধর্ষণ করল মামা, ৬ মাসের অন্তঃসত্ত্বা - BarishalNews24
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ০২:১৯ পূর্বাহ্ন

চরফ্যাশনে ১৫ বছরের ভাগ্নিকে ধর্ষণ করল মামা, ৬ মাসের অন্তঃসত্ত্বা

প্রতিবেদক:
  • প্রকাশকাল: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১১২ বার দেখা হয়েছে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে ১৫ বছর বয়সের কুমারী মেয়ে মামা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে অতঃপর ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ পাওয়া গেছে।

ধর্ষণের অভিযোগ উঠেছে মেয়ের দুঃসম্পর্কের মামা উপজেলার শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে জুয়েল হোসেনের দিকে।

বৃহস্পতিবার বিকালে ভিকটিম পরিবারের সাথে কথা বলে এবং সরেজমিনে পরিদর্শনে জানা যায়, ওই কিশোরীকে প্রায় ৬মাস আগে একই এলাকার রহুল আমিন এর ছেলে জুয়েল (২৫ ) কিশোরীর বসত বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুখ চেপে জোর করে ধর্ষণ করে। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে এলাকার লোকজন বিষয়টি জানাজানি হলে পরে কিশোরীর মা তার মেয়েকে রাগে ক্ষোভে মারধর করে। গর্ভে ধারণকৃত সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে ছেলের অভিভাবক ও সমাজের গন্যমান্য ব্যক্তিদের কাছে আহাজারি করছেন। ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গর্ভের শিশু হত্যার লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানা যায়।

সংবাদ কর্মীদের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা লোকমান মাতাব্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান অভিযুক্ত জুয়েলের সাথে কথা হয়েছে। সে ফোনে আমার কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© 2021 - All rights Reserved - BarishalNews24
Bengali Bengali English English