1. gazia229@gmail.com : admin :
জীবনে আর কোনো পুরুষের দরকার নেই - BarishalNews24
মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন

জীবনে আর কোনো পুরুষের দরকার নেই

প্রতিবেদক:
  • প্রকাশকাল: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১০৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক::
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। কোনো পুরুষের সঙ্গে ছবি দেখা যায় না এই অভিনেত্রীর। কোনো গসিপেও নেই তিনি।

তবে এক সময়ের মিস ক্যালকাটা সিদ্ধার্থ মহাপত্রকে বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি তাদের। এরপর প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। সেই সংসারে প্রনিল বসু নামের এক সন্তানও রয়েছে। কিন্তু এই সংসারটিও ভেঙে গেছে তার।

জীবনে আর পুরুষের প্রয়োজন নেই রচনার। পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন এই অভিনেত্রী।

দিদি নাম্বার ওয়ান জানান, তার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। অন্য কারও সঙ্গে সেটেল করতে চান না। বন্ধুদের নিয়ে থাকতে ভালবাসেন তিনি। পাশাপাশি ঘুরে বেড়ানোর ইচ্ছেও রয়েছে তার।

সাবেক স্বামী প্রনিল বসুর সঙ্গে এখনও যোগাযোগ রেখেছেন রচনা। তিনি বলেন, আমি কখনও চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তার বাবা-মা ডিভোর্সড। আমরা একসঙ্গে থাকি না। কিন্তু আমরা বন্ধু। ছেলেকে নিয়ে আমরা বেড়াতে যাই, কথা বলি, তিনজনে মিলে বসে হাসিমজা করি। আবার যে যার বাড়িতে চলে যাই।

বেশ কয়েক বছর ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন রচনা ব্যানার্জি। বর্তমানে টেলিভিশনে ‘দিদি নম্বর ওয়ান’-এর উপস্থাপনা নিয়ে ব্যস্ত তিনি। কিছুদিন আগে নিজের ফ্যাশন ব্র্যান্ডও চালু করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© 2021 - All rights Reserved - BarishalNews24
Bengali Bengali English English