1. gazia229@gmail.com : admin :
দেবের সঙ্গে সানি লিওনের রোমান্স, ভিডিওসহ - BarishalNews24
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ পূর্বাহ্ন

দেবের সঙ্গে সানি লিওনের রোমান্স, ভিডিওসহ

প্রতিবেদক:
  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১২৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক::
ভারতের টেলিভিশন রিয়েলিটি শো ‘ড‌্যান্স ড‌্যান্স জুনিয়র সিজন-২’-এর গ্র্যান্ড ফিনালে ‘কী করে তোকে বলব’ গানে সানি লিওনের সঙ্গে রোমান্সে মেতে উঠেন অভিনেতা

এ জুটির পারফরম‌্যান্স দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সকলে। রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। তাতে উপস্থিত হয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন।

সানি লিওন প্রসঙ্গে দেব বলেন, ‘সানির নাম শুনলে ভালো-খারাপ সবরকম বিষয় মাথায় আসে। কিন্তু সত্যি বলছি, উনি দুর্দান্ত একজন মানুষ। যেকোনো মানুষের পরিচয় তার ব‌্যবহারে। সানির ব্যবহার খুব আকর্ষনীয়।’

গতকাল কলকাতায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল সানি লিওনের। তা জানিয়ে দেব বলেন, ‘ফ্লাইটের সমস্যার কারণে নির্দিষ্ট সময়ে কলকাতায় পৌঁছাতে পারেননি সানি। তবে সেটে এসেই সবার কাছে ক্ষমা চেয়ে নেন।’

রোববার ইনস্টাগ্রামে ‘ড‌্যান্স ড‌্যান্স জুনিয়র’-এর নানা মুহূর্ত পোস্ট করেন সানি লিওন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই ট্যালেন্টেড খুদেদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। আর দেবের সঙ্গে বিচার পর্ব সারতে পেরে ভালো লাগছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© 2021 - All rights Reserved - BarishalNews24