বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় একাধীক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কাউনিয়ায় অটোস্ট্যান্ড থেকে হায়দারের বিরুদ্ধে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ শিরোনামটি আমার দৃষ্টি গোচর হয়েছে।৷ মূলত আমি বাঁশের হাটখোলা কাউনিয়ায় একজন সাধারন হলুদ অটোরিক্সা চালক। গত কয়েক মাস পূর্বে স্থানীয় কয়েকজন চালকের সাথে ঝামেলা হয়। পরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তৈরি করে তারা। তারই সূত্রে ধরে আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়াছে। আমি টিআই বিদ্যুৎ স্যার বা অন্যকোন টিআই , কাউনিয়া থানার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ কাউকেই কোন টাকা দেই না বা ট্রাফিক বিভাগের কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করি না। আমরা ৩৫জন অটোচালক একজন লাইনম্যান বেতন দিয়ে রাখি, যেনো লাইনে কোন সিরিয়ারের গাড়িতে অসুবিধা না হয়। আর মাসিক ভাবে ১০টাকা করে জমা রেখে সেই টাকা দিয়ে সকল অটোরিক্সা চালক বার্ষিক বনভোজন, মিটিং ও বিভিন্ন চালক অসুস্থ হলে অনুদান দেয়া হয়। কিন্তু প্রশাসনকে ক্ষিপ্ত করে আমাকে হেয়প্রতিপন্ন করে মিথ্যা তথ্যদিয়ে ভুল সংবাদ প্রকাশ করিয়াছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
মোঃহায়দার আলী
বিসিসি কাউনিয়া বরিশাল।