গত ২ই ডিসেম্বর বরিশালের একাধীক পত্রিকায় নলছিটিতে পুকুর দ্বন্দ্বে রিক্সা চালকে কুপিয়ে জখম শিরোনামটি আমাদের দৃষ্টিগোচড় হয়েছে।
মূলত ওই পুকুরে সমান ভাগ জমি আমাদেরও রয়েছে। আমরাও মাছ ছেড়েছি। কিন্তু ঘটনার দিন সোহেল খলিফা মাদক সেবন করে ভাড়াটে গুন্ডাদের নিয়ে আমাদের পুকুরের মাছ সব ধরে নিয়ে যায়।
পরে আমাদের বাড়ির মহিলারা প্রতিবাদ করলে তারা মহিলাদের মারধর করে। আমাদের এনিয়ে দুইপক্ষের দ্বন্দ্বে জড়িয়ে পরে পরিবারের সবাই।
মূলত সংবাদের যা প্রকাশ করা হয়েছে তা আদো সত্য নয়। মাদক সেবী সোহেলের ত্রাসে আমরা অসহায়। সোহেল নলছিটিতে মাদকের একটি বাহিনী গড়ে তুলেছে। আমাদের উপর প্রতিনিয়ত জুলুম করে আসছে সোহেল।
আমরা সোহেলের বিচারের দাবি জানিয়ে উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
জলিল খলিফা, ইমন খলিফা
নলছিটি ঝালকাঠি।