বরিশাল নিউজ 24 ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উপলক্ষে ১০নং ওয়ার্ডে ৬টি মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ এই দিনে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । আজ ১৭ মার্চ ২০২১ তার জন্মশতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।
আজ বুধবার (১৭মার্চ) যোহরবাদ নগরীর ১০নং ওয়ার্ডে মসজিদে মসজিদে বীর মুক্তিযাদ্ধা এবং জেলা আওয়ামীলীগের সাবেক কােষাধ্যক্ষ প্রায়ত মফিজুল ইসলাম ঝন্টুর ছেলে বরিশাল মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলামের উদ্যােগে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।