বরগুনা প্রতিনিধি, বরগুনার আমতলী উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আমতলী থানার ওসি মো. শাহ-আলম জানান, উপজেলার মহিষকাটা বাজার এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা হতাহত হন।
নিহত তুহিন মৃধা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। আরেকজন হলেন বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের মো. তৌফিক।
ওসি শাহ-আলম বলেন, কলাপাড়ার দিক থেকে আমতলীর দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে পটুয়াখালী থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তাছাড়া এ সময় আরও দুইজন আহত হন।
ওসি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী হাসাপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেপুলিশ।