বরিশাল নিউজ24 ডেস্ক:
বরিশালে কোস্টগার্ড (বিসিজিএস পাবনা) সদস্যদের অভিযানে ১৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ ১৪ জেলেকে আটক করা হয়েছে।
গতকাল বরিশালে কোস্টগার্ড ও বরিশাল মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশাল জেলার চরমোনাই, হিজলা, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও উলানিয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ১৫হাজার মিটার জালসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত জেলেদের সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।