নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড প্লানেল পার্ক( শিশুপাক) এর সামনে থেকে সুজন (২৭) নামে একজনকে আটক করছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোন বিসিজি স্টেশন এর সদস্যরা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৪শে সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার সময় গোপন সংবাদের ভিক্তিতে ১০নং ওয়ার্ড প্লানেল পার্ক( শিশুপাক) সংলগ্ন এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পটুয়াখালী থানাধীন ছোট বিঘাই ইউনিয়নের বাসিন্দা মাদক ব্যবসায়ী সুজনকে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়।
কোস্টগার্ড জানান, ৪কেজি গাঁজা বহন করার দায় আটককৃত সুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করার হয়েছে বলে নিশ্চিত করেন।
এছাড়া ও বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এর এরূপ তৎপর ভূমিকা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান।