নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলায় গরু চুরির প্রাক্কালে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থাণীয় জনতা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি পটুয়াখালীর উত্তর লোহালিয়া এলাকার মৃত সনাম হাওলাদার ছেলে আবদুর রহমান।
জানা গেছে- বুধবার দিবাগত রাত দুইটার দিকে চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় নদীর পাড়ে ৫/৬ জনের সঙ্ঘবদ্ধ একটি চোরচক্র চুরির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তাদের দেখে স্থানীয় জনতার মনে সন্দেহ দেখা দিলে। তারা অনেক সময় ধরে তাদের গতিবিধি লক্ষ্য করে। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তারা কাছে গিয়ে ওই চক্রকে জিজ্ঞাসা করলে তাৎক্ষণিক ৩ জন পালিয়ে যায়। এরপর বাকি ২/৩ জনকে ঘন্টাব্যাপি ট্রলার নিয়ে তাদের পিছনে ধাওয়া করলে ২ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বাকি একজনকে ট্রলারসহ ধরতে সক্ষম হয় স্থানীয়রা। পরে তাকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় ওই ট্রলার থেকে একটি শাবল, একটি হাতুরি উদ্ধার করা হয়।
এব্যাপারে বন্দর থানার ওসি আনোয়র হোসেন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।