বরিশাল নিউজ ডেস্ক:বরিশালে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই সাবমেরিন ক্যাবলসহ ৪ চোরকে আটক করা হয়েছে ।
গত ১৫ই মার্চ আনুমানিক রাত ৮টার সময় গোপন সংবাদের ভিক্তিতে নগর গোয়েন্দা ডিবি পুলিশ পরিদর্শক/ মোঃ আঃ রহমান মুকুল পিপিএম এর নেতৃত্বে, এসআই/ সুজিত কুমার গোমস্তা সহ সঙ্গীয় অফিসার-ফোর্সবৃন্দ কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ সামিট পাওয়ার সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ সামিট পাওয়ার সংলগ্ন ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে রমজান হাওলাদার এর বসতঘর থেকে কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ ধোপাবাড়ি সড়কের মোঃ রফিক হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার(২২), ২৫নং ওয়ার্ডস্থ বটতলা জোড়াপোল সংলগ্ন মানিক হাওলাদার এর ছেলে মোঃ রানা হাওলাদার(২২), মোল্লাবাড়ি বটতলার মজিবর মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা(২৬) ও বরিশাল তালতলি থানাধীন ৩ নং ওয়ার্ডস্থ কড়ই বাড়িয়ার গেন্ডামারা ছোটবগীর মৃতঃ সুন্দর মল্লিক এর ছেলে মোঃ জলিল মল্লিক(৪৫) কে বিপুল পরিমান চোরাই মালামালসহ আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের কাছ থেকে ৭৩ কেজি ৪টি সাবমেরিন ক্যাবলের খন্ড, ১৫০ কেজি তামার তার, ৩৮ কেজি এ্যালুমিনিয়াম ও ৮টি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপসহ তাদের গ্রেফতার করেন।
১-৩ আটককৃতদের কাছ থেকে সর্বমোট ২৬১কেজি সাবমেরিন ক্যাবল উদ্ধার করা হয়। যাহার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।