নিজস্ব প্রতিবেদক:: :: বরিশাল সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়ন থেকে ১৯৮০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৫ নভেম্বর)বন্দর থানাধীন চাদঁপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড দুর্গাপুর এলাকায় ঘর তল্লাশি করে (১৯৮০)পিচ ইয়াবাসহ মৃত মজিদ হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (৩৫)কে আটক করে বলে নিশ্চিত করেন। বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে ভাড়াটিয়া বাসায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে।
এই গোপন সংবাদের বিত্তিতে গত (১১নভেম্বর) কোতয়ালী মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ড সিএন্ডবি পোল এলাকা থেকে (দুই হাজার) পিস ইয়াবাসহ তার মা তাসলিমা বেগমকে আটক করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এসময় মামুন হাওলাদার পালিয়ে যায়।
সেই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতেএকটি টিম অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ঘর তল্লাশি করে (১৯৮০)পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেন।
আটককৃত চিহ্নিত মাদক ব্যবসা হলেন নলছিটি থানার ঝালকাঠি জেলার মোল্লাএলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে এস আই ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।