1. gazia229@gmail.com : admin :
সুবিধাবঞ্চিত শিশুদের খাবার সামগ্রী দিলেন ছাত্রলীগ নেতা মঈন - BarishalNews24
বুধবার, ২৮ জুলাই ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের খাবার সামগ্রী দিলেন ছাত্রলীগ নেতা মঈন

প্রতিবেদক:
  • প্রকাশকাল: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী ভাইরাস করোনা এখন শুধু আতঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই ছড়িয়ে পরেছে ব্যাপকহারে। জ্যামিতিক সংখ্যায় ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে। করোনা ভাইরাসকে দমন করতে হলে ঘরে থাকার বিকল্প নেই। সারাদেশে চলছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন। করোনাভাইরাসের এই সংকটে সবচেয়ে বেশি কষ্টে আছে সুবিধাবঞ্চিত শিশুরা। আর এই অসহায় শিশুদের পাশে দাঁড়িছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন মঈন। বৃহস্প্রতিবার (৮ জুন) ধানমন্ডিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ছাত্রলীগের এই নেতাও শিশুদের সাথে বসে খাবার খান।

জোবায়ের হোসেন মঈন বলেন, ‘করোনাকালে পথশিশুদের খাদ্যসংকটসহ অন্যান্য দুর্ভোগ বেড়েছে। এই দুঃসময়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে পথশিশুরা। প্রতিটি শিশুকে যখন বাড়িতে রাখার কথা বলা হচ্ছে, তাদের সুরক্ষার কথা বলা হচ্ছে তখন এই শিশুদের সুরক্ষার নিশ্চয়তা বিধান কে করবে? পথশিশুদের জন্য নভেল করোনাভাইরাস এক বিরাট ধাক্কা। এই ধাক্কা যে কেবল এই কয়েক দিনেই শেষ হবে তা বলা যায় না। তাদের অধিকাংশই নিদারুণ কষ্টে আছে। আমি মনে করি রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠান যদি পথশিশুদের পাশে দাঁড়ায় তাহলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। আমার অবস্থান থেকে এই শিশুদের জন্য এক বেলা খাওয়ার ব্যবস্থা করেছি। এই সংকটকালে সবারই এগিয়ে আসা উচিত।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© 2021 - All rights Reserved - BarishalNews24
Design and Developed by Sarjan Faraby