নিজস্ব প্রতিবেদক: বরিশালে কোস্টগার্ড (বিসিজি স্টেশান হিজলা ) এর অভিযানে সরকারী নিদের্শনা অমান্য করে নদীতে অবৈধ ভাবে মাছ ধরায় ১৫হাজার মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়েছে।
আজ ৮মার্চ সাড়ে ১১টার সময় বরিশাল জেলার হিজলা থানাধীন বাবুগঞ্জ আলিগঞ্জ, বাউসিয়া, ০৭ নং ও ০৯ নং ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ২১ জন জেলেকে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।
পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চ্ন্দ্র কবিরাজ এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।