ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপে পাঠানো জুতা আত্মসাতের চেষ্টা কোটি টাকার জুতাসহ ফরচুন সুজ চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপে পাঠানো জুতা আত্মসাতের চেষ্টা
কোটি টাকার জুতাসহ ফরচুন সুজ চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥
ইউরোপে রপ্তানির জন্য পাঠানো বরিশালে ফরচুন সুজের কোটি টাকার জুতা আত্মসাতের চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠান মালিকের ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় দুটি কাভার্ডভ্যান ভর্তি ১০ হাজার ৮১২ পিস জুস জুতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জুতার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা বলে দাবি করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ ঘটনায় আটককৃতরা হলেন- ফরচুন সু গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই ও ফরচুন সুজ গ্রুপের পরিচালক রবিউল ইসলাম (৪০)। তাকে বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তর থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তার অপর দু’জন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর খানবাড়ির আব্দুর রব খানের ছেলে মু. জামাল হোসেন (২৯) ও ঝিনাইদহ সদরের চোরকোল মধুহাটি গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)। তারা দু’জন কাভার্ডভ্যান চালক।
এই ঘটনায় ফরচুন সুজ লিমিটেডের সিনিয়র এ্যাকাউন্ট অফিসার জাহিদ হাসান বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে- ফরচুন সুজ লিমিটেডের সুজ জুতা ইউরোপের নেদারলেন্ডসহ অন্যান্য দেশে রপ্তানির উদ্দেশে কাউনিয়া বিসিক ফরচুন সুজ কারখানা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে পাঠানো হয়। কাভার্ডভ্যান দুটি ভাড়া করেন প্রতিষ্ঠান চেয়ারম্যান মিজানুর রহমানের ভাই রবিউল ইসলাম। (যাহার নম্বর- ঢাকা মেট্রো-ট-২০-৯৩৮৯ এবং ঢাকা মেট্রো-ট-২২-২৩৬৮)।
গত ২৭ অক্টোবর রাত ৮টার দিকে কাভার্ডভ্যান দুটিতে ১০ হাজার ৮১২ পিস সুজ জুতা নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা হয় দু’জন চালক। কাভার্ডভ্যান দুটি ২৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবার কথা থাকলেও সঠিক সময় তারা পৌঁছায়নি। এমনকি চেয়ারম্যানের ভাই এবং চালকদের বার বার ফোন করা সত্যেও তারা রিসিভ করেননি।
এ ঘটনায় প্রতিষ্ঠান চেয়ারম্যানের নির্দেশে গত ২৯ অক্টোবর এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের সিনিয়র একাউন্ট অফিসার জাহিদ হাসান। মামলার সূত্র ধরে বরিশাল মেট্রোপলিটনের গোয়েন্দা বিভাগ এবং সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে কাভার্ডভ্যান ভর্তি কোটি টাকার জুতাসহ দুই চালককে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিকানা অংশিদার রবিউল ইসলামকে ওই রাতেই ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, প্রতিষ্ঠান চেয়ারম্যানের ভাই রবিউল ইসলামের নির্দেশে কাভার্ডভ্যান চালকরা জুতা আত্মসাতের চেষ্টা করে। তাদের গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে বরিশালে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে তিনজনকেই আদালতে সোদর্প করা হবে। এর পেছনে আর কারোর সম্পৃক্ততা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।