ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মানবতার সেবায় নতুন প্রতিশ্রুতি-৩১৫ বি১ এর লিওদের ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১১, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ঢাকায় অনুষ্ঠিত লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের সদস্যরা মানবতার সেবায় নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডিস্ট্রিক্টটি সেবামূলক কাজের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

রাজধানী আগারগাঁও লায়ন ভবনে ৭ই নভেম্বর আয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনালের লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠান শুধু দায়িত্ব হস্তান্তর নয়, বরং মানবতার সেবায় এক নতুন শপথ। নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমান বলেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মানুষের জন্য, সমাজের জন্য।”

লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠানটি যে কেবল আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর নয়, বরং মানবতার সেবায় এক গভীর প্রতিজ্ঞা, তা নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের কথায় জোরালোভাবে ফুটে উঠেছে।

তিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেছেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মানুষের জন্য, সমাজের জন্য।”

নতুন নেতৃত্ব সেবামূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত করবে। এটি কেবল একটি পদবী নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা পূরণের এক গুরুদায়িত্ব। লিওদের এই নতুন শপথ ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও মানবিক ও জনমুখী করে তুলবে।

এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব প্রমাণ করেছে যে, তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালনে সক্ষম।

প্রশিক্ষণ সেশন, সংবর্ধনা ও নৃত্যের মধ্য দিয়ে দিনটি পরিণত হয় অনুপ্রেরণার উৎসবে। ডিস্টিক গভর্নর, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরগন ও লায়ন নেতৃবৃন্দ ও লিও উপদেষ্টাদের উপস্থিতি প্রায় দুই শতাধিক লিওদের মিলনমেলা অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।

লিওদের এই মহৎ উদ্দেশ্য পূরণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। এই আয়োজনের মধ্য দিয়ে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ প্রমাণ করেছে যে, তারা সমাজসেবার মাধ্যমে একটি উন্নত ও মানবিক বিশ্ব গড়তে বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।