ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের পর সচিবালয়ে বৈঠকটি অনুষ্টিত হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষক দল কোনো পরামর্শ দেয়নি, তারা শুধু জানতে চেয়েছে।

তিনি বলেন, তাদেরকে (মার্কিন পর্যবেক্ষক দল) বলছি শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগেণের কাছে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূরর্ণ হবে।

আনিসুল হক বলেন, অবাধ ও নিরপেক্ষ হওয়ার জন্য নির্বাচন কমিশন আইনের কিছু পরিবর্তন চেয়েছিল। সেগুলো পরিবর্তনগুলো করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত সবকিছু ইসির নিয়ন্ত্রণে চলে যাবে।

তিনি বলেন, সংলাপের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাননি। তবে, কেউ নির্বাচনে আসবে না এমন আশঙ্কা করা হচ্ছে কি না, সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না- সেটা সেই দলের সিদ্ধান্ত।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে সে বিষয়েও পর্যবেক্ষক দল জানতে চেয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমি তাদেরকে সেই পার্থক্যের কথা পরিষ্কারভাবে বলেছি।

এর আগে, একইদিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন মার্কিন পর্যবেক্ষক দল। বৈঠক শেষে তিনি বলেন, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। আমরা কারও কণ্ঠরোধ করি না। কাজেই ভোট কারচুপি করে কেউ পার পাবে না বলে পর্যবেক্ষক দলকে জানিয়েছি।

তিনি বলেন, তারা (পর্যবেক্ষক দল) চায় বাংলাদেশে একটু শান্তিপূর্ণ নির্বাচন। আমরাও সেটা চাই। নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসেন। দলটি ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসসহ কয়েকটি রাজনৈতিকদলের সঙ্গে বৈঠক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।