ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১৩, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : ফিলিস্তিনের গাজায় ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা-মাশায়েখ পরিষদ।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর কে বি হেমায়েত উদ্দিন রোড জামে কসাই মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি সদর রোড ও কাকলীর মোড় হয়ে নগর ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ পরিষদের বরিশাল মহানগর শাখাার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা মাহমুদুন্নবী ও মাওলানা ইউসুফ আলী গাজী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন, মাওলানা শফিউল্লাহ তালুকদার ও মাওলানা মনিরুজ্জামান শামীম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।