গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
যারমধ্যে গুরুত্বর আহত ১২ নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত যাত্রীবাহি বাসটির হেলপার আল-আমিন (২৮) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা।
শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার বিপুল হোসেন বলেন, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বেজগাতি নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় পড়ে কাত হয়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। আমরা বাসের আরোহী ১২ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এছাড়া আল-আমিন নামে বাসের হেলপাড়ের মরদেহ উদ্ধার করেছি।
বিকেল সাড়ে ৩ টায় তিনি জানান, এখনও আমাদের উদ্ধার কাজ চলমান আছে, তাই হতাহতের বিষয়টি এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। উদ্ধার কাজ শেষে এ বিষয়ে চুড়ান্ত তথ্য জানানো হবে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। তবে বর্তমানে একাংশ দিয়ে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করার ব্যবস্থা করে দেয়া হয়েছে জানিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বর্তমানে মহাসড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।
এখন পর্যন্ত ১২-১৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে। সেইসাথে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পাম্পের সাহায্যে ডোবার পানি সেচ করার পাশাপাশি উদ্ধার কাজ চলমান রেখেছে। দুর্ঘটনার পর উদ্ধার করা গুরুত্বর আহত জন নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                