হিজলা প্রতিনিধি : নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি – এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্র্যালি বের হয়।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে র্র্যালিটি শেষ হয়েছে। এরপর উক্ত প্রতিষ্ঠানের সভাকক্ষে ছোট আকারে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রনব চন্দ্র বৈদ্য। এছাড়াও বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আহমেদ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।