ডেস্ক রিপোর্ট : শর্ত দিয়ে কখনও সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের যে শর্ত বিএনপি দেয়, তা দিয়ে কখনও সংলাপ হতে পারে না।
তিনি বলেন, জনগণই এ দেশের মালিক। আমরা জনগণের শক্তিতে বলীয়ান। জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে বা করবে না। বন্ধু রাষ্ট্রের যে কেউ যে কোনো পরামর্শ দিতে পারে। তবে দেশের জনগণ কী চায় সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু রাষ্ট্র পরামর্শ দিতে পারে। তবে সেই পরামর্শ গ্রহণ করব কিনা সেটি আমাদের এখতিয়ার।
তিনি আরও বলেন, জনগণের ওপর কোনো আস্থা নেই বিএনপির। তাই তারা জনগণের দিকে না তাকিয়ে কাকের মতো দূর দেশ থেকে কে কী বলল, সেদিকে তাকিয়ে থাকে। কাক যেমন কে কখন খাবারের উচ্ছিষ্ট ফেলে, সেদিকে তাকিয়ে থাকে মির্জা ফখরুল সাহেবরাও তেমন পাশ্চাত্যের দিকে তাকিয়ে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও অন্যান্য দেশের সঙ্গে বিএনপির অত্যন্ত সুসম্পর্ক। মির্জা ফখরুল সাহেবরা এগুলো বলে তাদের কর্মীদের একটু চাঙ্গা রাখার চেষ্টা করছেন মাত্র।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনকালে বর্তমান মন্ত্রিসভার পুরোটাই থাকবে নাকি তা ছোট-বড় হবে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                