ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইলেকশন মনিটরিং ফোরাম নিবন্ধিত কোনো সংগঠন নয় : ইসি

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২৯, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) নামে একটি সংগঠনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠক করেছেন। এ বৈঠকে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে নির্বাচনী অভিজ্ঞতা দেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজে লাগাতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন মনিটরিং ফোরামের ব্যানারে পাঁচ বিদেশি অতিথিসহ একটি প্রতিনিধিদল আগেই সময় চেয়েছিল কমিশনের কাছে। তাদের চাওয়া অনুযায়ী বেলা ১১টা থেকে মতবিনিময় বৈঠক হয়েছে।

তিনি বলেন, প্রতিনিধিদলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ শ্রীলঙ্কা ও মালদ্বীপের নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এসব কমিশনারদের দেশে কীভাবে নির্বাচন পদ্ধতি কাজ করে এবং আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের সময় কীভাবে কাজ করে মূলত সেসব তথ্যের আদান-প্রদান করা হয়েছে।

বিদেশিরা কিছু প্রশ্নের মাধ্যমে আমাদের দেশের নির্বাচন সম্পর্কিত ব্যাপারে জানতে চেয়েছিল দাবি করে ইসি সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। আবার আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নির্বাচনসংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়েছিল, যেখানে তাদের দেশগুলোর নির্বাচন ব্যবস্থা কীভাবে চালু আছে তা জানতে চাওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইএমএফ নিবন্ধিত কোনো সংগঠন নয়। যেহেতু বিদেশি অতিথিসহ আসছেন, সেখানে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার, একজন নির্বাচন কমিশনার আছেন, তাই তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।