ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি, শীত ও শৈত্যপ্রবাহ যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার থেকেই টানা বৃষ্টি ঝরছে। বৃহস্পতিবারও দিনজুড়ে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমায় আর বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

তিনি বলেন, গত দুই দিনে সারাদেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

মনোয়ার হোসেন বলেন, এ মাসের শেষে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে।

তিনি উল্লেখ করেন, সূর্যের দেখা পাওয়া যায়নি, তাই বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা ৪-৫ ডিগ্রি কমে গেছে। এজন্য সারাদেশেই কিছুটা কুয়াশাছন্ন পরিবেশ বিরাজ করছে।

এদিকে শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার ও যশোরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি শেষে দুয়েকদিন পরই শীত নামার সম্ভবনা রয়েছে।

ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গত দু’দিনের বৃষ্টিতে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু আলুর খেত ডুবে গেছে। ফলে আলুর বীজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহের মধ্যে যারা আলুর বীজ রোপণ করেছিলেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।