ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আপিলে শুনানিতে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন যারা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১২, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর চলা শুনানিতে এ পর্যন্ত ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরমধ্যে আজ মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন এবং গতকাল সোমবার ৫১ জন ও আগের দিন ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত তিনদিন আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেন। এ সময় প্রার্থীরা ও তাদের আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।

নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিল করা ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন এবং ১ হাজার ৯৮৫টি গ্রহণ করেন। তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। এসব আপিলের বিষয়ে গত ১০ ডিসেম্বর শুনানি শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুনানি চলবে। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগও রয়েছে।

সবশেষ আজ তৃতীয় দিন ৯৮ জন প্রার্থীর আপিল শুনানি হয়। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। এছাড়া, ৩৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি এবং ২ জন প্রার্থীর বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানানো হয়।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হয় গত ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৯ ডিসেম্বর শেষ হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত এ আপিল আবেদনগুলো নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।