ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল: বিনম্র শ্রদ্ধায় বরিশালে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। শুরুতে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, বিজয় র‌্যালীসহ নানা আয়োজন করা হয়। সকাল সাড়ে ৬টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাতে এসেছে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, বরিশালের সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় তার সাথে সদর আসনের এমপি জাহিদ ফারুক ছিলেন। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সহ সাংবাদিক সংগঠন।

এদিকে জেলা ও মহানগর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সোহেল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অপরদিকে নগরীর ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।