- আওয়ামী সরকারের সময় রাজপথে আন্দোলনে অংশ নেয়া ত্যাগী নেতাদের বাধ দিয়ে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে বির্তকীতদের নিয়ে শ্রমিক দলের কমিটি করার অভিযোগ উঠেছে।
এ কমিটি ভেঙে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কমিটি থেকে বাদ পড়া ত্যাগী নেতাকর্মিরা।
গত বুধবার সন্ধ্যায় জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠি সাহেবের পোল বাজার সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জাগুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি রবিউল ইসলাম নয়ন, সাবেক সিনিয়র সহ সভাপতি কালাম খান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম শরীফ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন তালুকদার।
এছাড়াও বরিশাল সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ, জাগুয়ার সন্তান ব্রুনাই বিএনপি’র বর্তমান সদস্য সচিব কামরুজ্জামান সালেহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাম সিকদার, বিএনপি সিনিয়র নেতা জাকির হোসেন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হেমায়েত হাওলাদার ও সহ-সভাপতি অভি শরীফ উপস্থিত ছিলেন।
তারা বলেন, কিছু অসাধু সিনিয়র নেতাদের যোগসাজশে সুবিধা ভোগী ও আওয়ামী প্রেতাত্মাদের দিয়ে গত ২২ ডিসেম্বর জাগুয়া ইউনিয়ন শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি কমিটি গঠন করা হয়। এতে সবুজ হাওলাদারকে আহবায়ক করা হয়।
শ্রমিক দলের সাবেক সভাপতি রবিউল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নানাভাবে হয়রানি শিকার হয়েছি। অনেক পরিবার রেখে বিভিন্ন জায়গায় রাত্রী যাপন করেছি।
সে সময় অনেকই খুঁজে পাওয়া যায়নি। আজ দলের সু সময় বির্তকীত ব্যক্তিরা রাজপত্রের ত্যাগী নেতাকর্মিদের অবমূল্যয়ন করে সিনিয়র নেতাদের ভুল বুভিয়ে তড়িগড়িতভাবে পুরনো কমিটি ভেঙে দিয়ে শ্রমিক দলের কমিটি ঘোষণা করেছে।
তিনি বলেন, এই কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করে পুনরায় শ্রমিক দলের কমিটি দেয়ার জন্য সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়েছেন সাবেক এই নেতা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।