ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি দুর্নীতি দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে—দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন দাবি করেছেন মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অস্তিত্ব রক্ষায় জনগণকে সঙ্গে রাখা জরুরি। বিভক্তি রেখে দেশ এগোতে পারে না।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে। বিচার প্রক্রিয়া দলীয় বিবেচনায় নয়, বরং আইনের ভিত্তিতে পরিচালিত হবে। দুর্নীতিবিরোধী লড়াইয়ে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।

তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে কাজ করবে। বিশেষ করে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে।

শিক্ষা খাতে সংস্কারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, স্কুলে ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা বাধ্যতামূলক শেখার সুযোগ থাকবে। শিশু নিজেই সিদ্ধান্ত নেবে কোন ভাষা সে শিখবে। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়বে।

তরুণদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের বিদেশে পাঠিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে।

তিনি আরও বলেন, দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। ক্ষমতায় গেলে বিএনপি যে পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমন সুস্পষ্ট রূপরেখা অন্য কোনো দল তুলে ধরতে পারেনি বলেও তিনি মত দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।