ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেবো না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তা সুসংহত করার জন্য ঐক্যের ওপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের জাতীয় স্বপ্ন ও আত্মত্যাগের পথরোধ না করে। অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র—সে পথ থেকে কেউ সরে যেতে পারি না।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রফেসর ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো রচিত বিভিন্ন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগাতে এখন ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। দেশপ্রেমিক সব শক্তি এক হয়ে এগিয়ে গেলে একটি নতুন রাষ্ট্রব্যবস্থার সূচনা সম্ভব।”

তিনি বলেন, “যে তরুণরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, তারা আমাদের ভবিষ্যতের প্রতীক। তাদের ত্যাগকে মূল্য দিতে হলে আমাদের স্বপ্ন বাস্তবায়নের যাত্রাকে থামানো যাবে না।”

অনুষ্ঠানে ‘ভিশন ২০৩০’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই বইটি মূলত প্রফেসর মাহবুব উল্যাহর চিন্তার প্রতিফলন। রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ধারণাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশ এখন নতুন সময়ের পথে। গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি, তা অর্জনে আমাদের ঐক্য অপরিহার্য। চব্বিশের অভ্যুত্থান আমাদের নতুন সাহস দিয়েছে—এ বিজয়কে সুসংহত করা এখন সময়ের দাবি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।