ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যতটা সম্ভব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব : সিইসি

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১২, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও তিন লাখ বুথ ইসির একার পক্ষে দেওয়া সম্ভব নয়, ফেরেশতার পক্ষে সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনের সভাকক্ষে ‘তৃণমূল বিএনপি’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ওখানে বসে আপনাদের ঘর পাহারা দিতে পারবো না। একজন মানুষের পক্ষে এতো কেন্দ্র-বুথ পাহারা দেওয়া সম্ভব নয়। এটা ফেরেশতারা পারে, আমরা পারব না।

তিনি বলেন, ঐশ্বরিক শক্তি নিয়ে নয়, মানবিক শক্তি নিয়ে যতটা সম্ভব আমরা মনিটর ও পর্যবেক্ষণ করব। সরকারের ওপর নির্ভর করবে নির্বাচন কতটা শান্তিপূর্ণ করতে পারব। সাংবিধানিকভাবেই সরকার বাধ্য নির্বাচনে সহায়তা করায়।

হাবিবুল আউয়াল বলেন, আমাদের তরফ থেকে যতটা সম্ভব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব। ভোটারদের আসতে কেউ বাধা দিতে পারবে না। এই অপরাধ আমরা বন্ধ করিয়েছি। মিডিয়া ও অবজারভার ব্যবহার করা গেলে ভোট স্বচ্ছ হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভোটার যদি বলেন ভোট বলতে ভেতরে কিছু নেই সব ডাকাত, তাহলে সেটা প্রচার করেন। মানুষ দেখুক ভোটকেন্দ্রে ভোট হচ্ছে না, ডাকাতি হচ্ছে। কোথাও পটাপট সিল মারা হলে সেটাও প্রকাশ করেন। আবার যদি সুষ্ঠু ভোট হয় সেটাও যেন প্রচারিত হয়।

সিইসি বলেন, যারা প্রার্থী হবেন তারা কঠিনভাবে ট্রেনিং দিয়ে পোলিং এজেন্টেদের নিয়োগ দেবেন। এজেন্ট যেন বুথ থেকে বের না হয়। সে কলা, চিড়া ও একটা পানির বোতল নিয়ে কেন্দ্রে ঢুকবে। ক্ষুধা লাগলে সেখানেই খাবে, এক বিন্দুও সেন্টার ছাড়বে না।

হাবিবুল আউয়াল বলেন, এজেন্ট যদি সাহসী, অনুগত হয়ে শক্ত হয়ে দাঁড়ায়, তাহলে আরেকজনের পক্ষে আপনার বিপক্ষে অনাচার ও কারচুপি করা কঠিন হবে।

বৈঠকে সিইসির সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা, মহাসচিব তৈমুর আলম খন্দকারসহ দলটির ১৮ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।