আগৈলঝাড়া প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। যতোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, ততোদিন এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্ট হবেনা।
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদ্যাপণ উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন ও থানা পুলিশের সাথে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এ কথা বলেন।
আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজার পরেই জাতীয় সংসদ নির্বাচন। তাই পূজাকে সামনে রেখে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে। এজন্য আমাদের সজাগ দৃষ্টি রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রেখে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে হবে। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নির্বিঘেœ পূজার্চনা সম্পন্ন করার পাশাপাশি সরকারের অসাম্প্রদায়িক ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের পক্ষ থেকে শৃংখলা কমিটি গঠণ করে সর্বত্র মনিটরিং করা হবে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাসসহ অন্যান্যরা।
এর আগে রোববার রাতে গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে অনুরূপ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের চারদলীয় জোটের সন্ত্রাসীরা গৌরনদী ও আগৈলঝাড়ায় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নারকীয় তান্ডব চালিয়েছিলো তা আজও এ অঞ্চলের বাসিন্দারা ভুলতে পারেননি।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ।
সভায় সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের জিআর চালের পাশাপাশি স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ তার নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্ডপে অনুদান প্রদান করার ঘোষণা করেছেন।