ডেস্ক রিপোর্ট : সংলাপের জন্য সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সাংবিধানিকভাবে সরকার বৈধ নয়। সংলাপের জন্য সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনের আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানাই।
তিনি বলেন, আওয়ামী লীগের মুখে রাম নাম শোভা পায় না। আগে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। সেই সরকারের অধীনে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা প্রশাসনকে ব্যবহার করছে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাতে। অন্যদিকে বিচারালয় ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় দণ্ড দেওয়া হচ্ছে সরকারবিরোধী আন্দোলনকারীদের।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। একটাই লক্ষ্য সরকারের পতন ঘটাতে হবে। সামনের আন্দোলনে আঘাত এলে, পাল্টা আঘাত করতে হবে। ভাঙতে হবে আন্দোলনে আইনি ব্যারিকেড।
খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে বিচারকরা আদেশ দিয়েছেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                