ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাবিরোধীরা এখনও অঘটন ঘটাতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২০, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতাবিরোধীরা এখনও বিভিন্নভাবে অঘটন ঘটানোর প্রয়াস চালাচ্ছে। এ জন্য আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

শুক্রবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি, বাংলাদেশের আদর্শ মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারা এখনও রয়েছে। তারাই নানা ধরনের অঘটন ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধুর প্রথম ঘোষণার কথাই ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। তিনি যা বিশ্বাস করতেন তাই করে গিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতিকারীরা যেন কোনও ধরনের প্রচেষ্টার প্রয়াস না পায়। সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, সংখ্যালঘু হচ্ছে যারা নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়। বঙ্গবন্ধুর আদর্শে আমরা চলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাই বিশ্বাস করেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরাও সেটাই বিশ্বাস করি, সেভাবেই চলছে। আমরা যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলি আর এটা বিশ্বাস করি বলেই এগিয়ে যেতে পেরেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।