ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘হামুন’ : দক্ষিনাঞ্চলে বন্ধ লঞ্চ চলাচল

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২৪, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : ঘূর্ণিঝড় হামুন এর কারণে ক্ষিনাঞ্চল তথা গোটা বরিশাল বিভাগের নদ-নদীতে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছে ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর, কক্সবাজার ৬ ও মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বন্দর কর্মকর্তা জানান, বরিশাল বিভাগ করে বিশেষ করে বরিশাল ও ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি। তাই বরিশাল-ভোলাসহ বিভাগে সকাল সাড়ে ১০ টা থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, পায়রা সমুদ্র বন্ধরে ৭ নম্বর বিপদ সংকেত ও আমাদের নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আর বৈরি আবহাওয়ার কারেন সকাল সাড়ে ১০ টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সকল ধরনের যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটলে এ নির্দেশণার কোন পরিবর্তন ঘটবে না। রাতে বরিশাল-থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল করবে কি না সে বিষয়ে আরও পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে মঙ্গলবার ভোররাত থেকে বরিশাল নগরে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৯ টার দিকে বৃষ্টি বন্ধ হলেও আবহাওয়া গোমট অবস্থায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।