ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাভাবিক বরিশালে সতর্ক মহানগর আওয়ামীলীগ ॥ বিএনপি জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিন তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে সবকিছু চলছে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে। তবে যাত্রী কম থাকায় ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচলে কিছুটা বিঘœ ঘটে। এছাড়া বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ সব রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে ঢাকায় পুলিশের উপর হামলা ও হরতালে ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে নাশকতা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে সড়ক-মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব-৮ এর সদস্যরা। সেই সঙ্গে নগরীতে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যথা নিয়মে দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা, অফিস-আদালতের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও স্বাভাবিক ছিল। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি নগরজুড়ে টহল অব্যাহত রয়েছে। আর কাউকে সন্দেহ হলে তল্লাশিও করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাফিছুর রহমান।

এদিকে গত সোমবার মধ্যরাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরী মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অবরোধের প্রতিবাদে ও দলের পক্ষে বিভিন্ন স্লোগানও দেন নেতাকর্মীরা। রাত দেড়টা পর্যন্ত কয়েকশ’ মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন সড়কের পাশাপাশি বরিশাল-ঢাকা মহাসড়কও প্রদক্ষিণ করেন তারা।

এর আগে সোমবার রাতে নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে নগরীর পোর্টরোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন মহানগর জামায়াতের নেতারা। তবে এর বাইরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিএনপি-জামায়াতের কোনো মিছিল বা পিকেটিং করার খবর নগর ও জেলার কোথাও থেকে পাওয়া যায়নি। যদিও সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মহানগর বিএনপি ৭ জনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে। জামায়াতের পক্ষ থেকে ২ জনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ছাড়াও জামায়াতের কর্মী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। পুরনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলেও জানান তিনি। অপরদিকে দুজনকে আটকের কথা জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্তত) জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, বিএনপির দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের বাসাসহ নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৭ জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের আগে দুই প্লাটুন বিজিবি সদস্য বরিশালে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা এরইমধ্যে টহল কার্যক্রম পরিচালনা করছেন। অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীর পাশাপাশি বরিশালসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, বিজিবি সদস্যরা অবরোধের সময় মহাসড়কে টহলের পাশাপাশি মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘœ করতে কাজ করবেন। সেই সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ করবেন। গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্যও কাজ করবে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।