ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এটিএম শামসুজ্জামানের ছেলের ময়ানতদন্ত সম্পন্ন, মৃত্যুর কারণ খুঁজবে পুলিশ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬)। তার স্বজনরা এরই মধ্যে মরদেহটি শনাক্ত করেছেন। মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। মরদেহ বুঝে নেওয়ার আগে কুশলের বড় ভগ্নিপতি একিউএম জিয়াউল হক জুয়েল জানান, পরিবারের তেমন কারো সঙ্গেই কুশলের কথাবার্তা হতো না, তবে মায়ের সাথে কথা বলতেন।

এটিএম শামসুজ্জামানের ছেলের মৃত্যুর কারণ খোঁজা হবে জানিয়ে বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি।

নিহত কুশলের বড় ভগ্নিপতি একিউএম জিয়াউল হক জুয়েল, ২০ বা ২১ অক্টোবর সকালে মায়ের সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন কুশল। তখন তিনি জানান, তার নতুন একটি চাকরি হওয়ার কথা। এরপর আর বাসায় ফেরেননি। পরে সোমবার (৩০ অক্টোবর) পুলিশের মাধ্যমে জানতে পারেন কুশলের মরদেহ বরিশালের মুলাদী উপজেলাধীন জয়ন্ত নদী থেকে উদ্ধার করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে জুয়েল বলেন, ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদনে যদি মৃত্যুর বিষয়টি নিয়ে ভিন্ন কিছু উঠে আসে, তাহলে অবশ্যই পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত কুশলের মরদেহ ঢাকায় নিয়ে যাচ্ছি, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জুরাইন কবরস্থানে বাবা ও বড়ভাইয়ের পাশেই তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, খুলনায় চাকরিতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়া কুশলের মরদেহ কিভাবে বরিশালে পাওয়া গেল, তা নিয়ে পরিবারের সদস্যরাও দ্বিধায় রয়েছেন। তবে তারা এখনও কোনো হত্যা মামলা বা লিখিত অভিযোগ থানায় দেননি। এটিএম খালেকুজ্জামান কুশল প্রয়াত চলচিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে হওয়ায় তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, আমরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কুশলের সর্বশেষ অবস্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখব। কোনো অসঙ্গতিমূলক কিছু পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে অবশ্যই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঢাকার আশপাশের কোথাও মৃত্যু হয়েছে বলে আমাদেরও প্রাথমিকভাবে মনে হয়েছে। মৃত্যুর পর মরদেহটি ভাসতে ভাসতে বরিশালে এসেছে হয়তো।

এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. রেফায়েতুল ইসলাম বলেন, অর্ধগলিত থাকায় মরদেহের শরীরের তেমন কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি, তবে ভিসেরা রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। কোনো অসঙ্গতি থাকলে প্রতিবেদনে উঠে আসবে।

উল্লেখ্য গত সোমবার দুপুরে বরিশাল জেলা মুলাদী উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাসির হাট নিজাম তালুকদারের বাড়ি সংলগ্ন এলাকায় মরদেহটি ভাসছিল। স্থানীয়রা বিষয়টি নৌ পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মৃত ব্যক্তির পরনে শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। পকেট থেকেই একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ওই কার্ডের সূত্র ধরেই ঢাকার সূত্রাপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সূত্রাপুর থানা পুলিশের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহটি প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছোট কুশলের বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

প্রসঙ্গত: ২০১২ সালে চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় ছেলে কামরুজ্জামান কবীরকে হত্যার ঘটনায় ২০১৪ সালে ছোট ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এরপর থেকে পরিবারের কারো সঙ্গেই তেমন যোগাযোগ ছিলো না কুশলের। সম্প্রতি তিনি জামিনে বাইরে ছিলেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।