এইচ.এম.এ রাতুল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা অবরোধে বরিশালে কোন প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে জীবনযাত্রাা। সকাল থেকেই আভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল করছে। এছাড়া নগরীর ভেতরে থ্রী হুইলার, সিএনজি, অটো ও ব্যাটারি চালিত রিক্সা করে অনেকে কর্মস্থলে যেতে দেখা গেছে।
এদিকে যে কোন ধরণের নাশকতা ঠেকাতে বরিশালে তৎপর রয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে পুলিশের বিশেষ টহল টিম।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের বলেন, বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে।
আইননশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, কেউ যদি কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদের আইনের আওতায় আনা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।