ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরিশালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : গেলো ২৪ ঘন্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (০৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

জানাগেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বোশেষ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০), ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। যা নিয়ে বর্তমানে এ হাসপাতালে ১২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।