ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এলাকাভিত্তিক পানি ও বিদ্যুতের দাম নির্ধারণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার আশার কথাও জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেখ হাসিনা বলেন, ভর্তুকি থেকে ধনী-গরীব উভয়েই একই সুবিধা পাচ্ছেন, এটা হয় না।

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী সব ভর্তুকি থেকে ধীরে ধীরে বের হওয়ার কথা বলেছেন।

মান্নান বলেন, ‘বিদ্যুৎ ও পানি সবাই ব্যবহার করেন। সবাই এর উপকারভোগী। আমি আবদুল মান্নান যেমন ব্যবহার করি, তেমনি একজন পরিচ্ছন্নতাকর্মীও ব্যবহার করেন। মান্নান সাহেব যে দাম দিচ্ছেন, নিম্ন আয়ের একজন লোকও সেই দাম দিচ্ছেন—এটা বাস্তবসম্মত নয়। ধীরে ধীরে ভর্তুকির ধারণা থেকে সরে আসতে হবে।’

এছাড়া প্রধানমন্ত্রী রাজধানীতে উচ্চ ভবন নির্মাণ করলে তা যেন এয়ার ফানেলের মধ্যে না পড়ে, মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য তহবিল গঠন করতে টোল আদায় করা এবং রাস্তার পাশে জলাধার রাখার নির্দেশনাও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

উল্লেখ্য, পানি, সার ও গ্যাসের মতো বিভিন্ন ক্ষেত্রে সরকার এ বছর ভর্তুকি হিসেবে ১.০৫ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে বিদ্যুতের জন্য ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার কোটি টাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।