হিজলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ ( হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ শাহাবুদ্দিন কাজী সহ হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র জমাদান শেষে মোঃ মিজানুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে তিনি জয়লাভ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।