ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ৩০, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বরিশালে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলচত্বর থেকে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকন ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন শিকদার।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য অধ্যাপক বীরেন রায় প্রমুখ।

বক্তারা বলেন, ৭ জানুয়ারি আওয়ামী লীগ একটি প্রহসনের নির্বাচনী সার্কাস অনুষ্ঠিত করতে যাচ্ছে। জনগণ ও বিরোধী দলীয় সকল দলকে বাইরে রেখে এই একতরফা নির্বাচন গণতান্ত্রিক সকল বিধিব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন স্বৈরতন্ত্রকে জায়েজ করার জন্য আওয়ামী লীগ পরিচালিত ও নিয়ন্ত্রিত একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। বক্তারা অবিলম্বে এই প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করার দাবি জানান এবং এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের মাধ্যমে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।