হিজলা প্রতিনিধি : শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা – এ স্লোগান নিয়ে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো ৫০ জন নারী উদ্যোগতাদের নিয়ে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক।
হিজলা উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে রবিবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে লাল সবুজ ডট কম এর প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম, নারী উদ্যোগতাগণ তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য লাল সবুজ ডট কম মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করেছেন।
এছাড়াও তথ্য সেবা কর্মকর্তা (অঃদাঃ) আমেনা আক্তার তার স্বাগত বক্তব্যে বলেন, মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপা যে সেবাসমূহ দিয়ে থাকেন সেগুলো হলো : তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান, চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি,শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান, আইনী সহায়তার পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা, উল্লেখিত সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়।