ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

প্রথম বারের মত বরিশালে বই বিনিময় উৎসব

নিজস্ব প্রতিবেদন
মে ১০, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। তাই সেলফে নয়, বই বিনিময় করে নিজে ও অন্যকে সমৃদ্ধ করতে পারি। এই প্রত্যয় নিয়েই বরিশালে এই প্রথম বারের মত বই বন্ধু নামের সংগঠন বই বিনিময় উৎসব করেছে বরিশালে।

 

বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শুক্রবার (১০ মে) সকাল সাড়ে দশটায় এই উৎসব জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই।

 

বই পোকা নামক একটি পেইজ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বরিশালে আজকের বই বিনিময় উৎসব হচ্ছে। পাশাপাশি বন্ধুর মাধ্যমেও জানতে পেয়েছে একে অপরে অনুষ্ঠান নিয়ে। তাই পাঠ করা বই ঘরে না রেখে নতুন কিছু জানার আশে বই বিনিময় করতে এসেছে অনেকেই। কেবল গল্প উপন্যাস বা কবিতার বই নয়; শিক্ষা ক্ষেত্রে সহায়ক হবে এমন বইও খোঁজতে এসেছে কেউবা।

 

যাতে করে সহজেই এবং পছন্দের বই বিনিময় করতে পারে এজন্য স্বেচ্ছাসেবকরা ভিন্ন ভিন্ন টেবিলে বই সাজিয়েছে। তাদের ইচ্ছা হলো পাঠক বিনিময় করে নতুন বইয়ের স্বাদ পাইয়ে দিতে।

 

সংগঠনের টিম ম্যানেজমেন্ট আরিফ হোসেন তাহসিন জানান, তারা চান মানুষের সময় মূল্যায়ন করা। এজন্য বাস ও সেলুন পাঠাগারের পাশাপাশি এখন প্রতি বছর বই বিনিময় উৎসব করছে যাতে করে মানুষ বই পড়তে আরো উৎসাহী হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করা প্রধান অতিথি মনদীপ ঘরাই তার বক্তব্যে বলেন, কেবল বই মানুষের মনে দীর্ঘ দিন ছাপ রেখে যেতে পারে। এজন্য এমন উৎসব কেবল বরিশালে নয়, অন্যত্র ছড়িয়ে দিতে হবে। যাতে করে তরুণ সমাজ বইয়ের পানে ফেরে।

 

২০১৮ সালে এই সংগঠনের যাত্রা শুরু হলে তারা বই বিনিময় উৎসব এর অগে রাজধানীতে ২বার ও চট্টগ্রামে ৩ বার এবং বরিশালে এই প্রথমবার আয়োজন করেছে। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।